Tuesday, November 11, 2014

কবিতার ছন্দে Parts of speech


কবিতার ছন্দে Parts of speech   মনে রাখার সহজ উপায়                               
কোন কিছুর নামকে বলে Noun
যেমন Bogura town |
Pronoun এর ব্যবহার হয়
শুধু একটা শর্তে
Noun এর পরিবর্তে।
                                   যখন তুমি এটা সেটা                                  
করতে কিছু পারবে
পড়বে সেটা verb এ।
Noun বা pronoun এর দোষ-গুণ
অবস্থা, সংখ্যা, পরিমাণ
সবকিছু মিলে রক্ষা করে
Adjective এর মান।
Adjective সাহেব যখন ly- কে নিয়ে
Verb-এর পিছে পিছে চলে,
Grammarian গণ সেই শব্দকে
Adverb বলে।
সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মোরা
Preposition ধরি,
Conjunction ছাড়া কিভাবে বলো
যোগ-বিয়োগ করি?
কভু যদি খুঁজে পাই মোরা
সুখ-দুঃখ আর উল্লাসের অতিশায়ন,
সেথায় এসে জুড়ে বসে
ব্যাটা Interjection

No comments:

Post a Comment

সেরা ১২০ বাংলাদেশী চলচ্চিত্রের লিঙ্ক আছে এখানে!

  সেরা ১২০ বাংলাদেশী চলচ্চিত্রের লিঙ্ক আছে এখানে! ১। কখনো আসেনি (১৯৬১)—জহির রায়হান: https://www.youtube.com/watch?v=kmHL4WefB_w ২। কাঁচের দে...